ভীড় থেকে আলাদা হওয়াটা ভীষণভাবে প্রয়োজন ✨
ভালো করে খেয়াল করলে দেখবে—
পৃথিবীর ইতিহাসে যারা নিজেদের নাম রেখে গেছে,
তারা কখনো ভীড়ের অংশ হয়ে থাকেনি।
বরং তারা ছিল আলাদা,
ভিন্ন চিন্তায়, ভিন্ন পথে, ভিন্ন সাহসে।
ভীড় সবসময় নিরাপদ,
কিন্তু ভীড়ের ভেতরে থেকে নিজেকে চিনে নেওয়া অসম্ভব।
ভীড় তোমাকে শেখাবে কিভাবে “মিলে যেতে হয়”,
কিন্তু খুব কম মানুষ শেখাবে কিভাবে “নিজেকে আলাদা করে গড়ে তুলতে হয়।”
নিজের পরিচয় বানাতে গেলে,
অন্যদের মতো হওয়া চলবে না।
তোমার ভাবনা, তোমার কথা, তোমার পথচলাতেই থাকতে হবে এক বিশেষ ছাপ।
কারণ আলাদা মানুষরাই একদিন দুনিয়াকে বদলে দেয়।
সুতরাং, ভীড়কে ভয় পেও না...
ভীড় থেকে একটু দূরে সরে গিয়ে নিজের আলোয় জ্বলে ওঠো। 🌟
কারণ নিজের পরিচয় তৈরি হয় ঠিক তখনই,
যখন তুমি নিজেকে আলাদা করে চিনতে শেখো।