পৃথিবীতে একজন মানুষ আছেন, যিনি সবসময় চান আপনি তাঁকেও ছাড়িয়ে যান — তিনি হলেন বাবা। জীবনের প্রতিটি ধাপে বাবা হলেন সেই অদৃশ্য শক্তি, যিনি নীরবে আপনার সাফল্যের ভিত্তি গড়ে দেন। তিনি কখনো সামনে আসেন না, কিন্তু তাঁর ঘাম, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা আপনার প্রতিটি অর্জনের পেছনে গভীরভাবে লুকিয়ে থাকে। ছোটবেলায় যিনি হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আজ তিনিই দূর থেকে আপনাকে উড়তে দেখেন—চোখে গর্ব, মুখে নীরব হাসি। জীবনের প্রতিযোগিতায় সবাই যেখানে আপনাকে হারাতে চায়, সেখানে একমাত্র বাবা চান আপনি জিতুন, আরও বড় হন, তাঁর চেয়েও অনেক দূর এগিয়ে যান।
তিনি কখনোই প্রতিদ্বন্দ্বী নন—বরং তিনি সেই মানুষ, যিনি নিজের স্বপ্ন ছেড়ে দেন, শুধু আপনাকে স্বপ্ন দেখতে শেখাতে। তাঁর ভালোবাসা কখনো মুখে নয়, প্রকাশ পায় তাঁর কাজের নিঃশব্দতায়। পৃথিবী হয়তো আপনাকে বিচার করবে, কিন্তু বাবা থাকবেন আপনার পাশে—সবসময়, নিঃশব্দ আশ্রয় হয়ে। তাই হয়তো ঠিকই বলা হয়, পৃথিবীতে একমাত্র মানুষ, যিনি চান আপনি তাঁর চেয়েও উঁচুতে উঠুন, তিনি আপনার বাবা—একজন নীরব যোদ্ধা, যিনি নিজের জীবনের আলো দিয়ে আপনার ভবিষ্যতের সূর্য জ্বালিয়ে দেন। ❤
#বাবা #ভালোবাসা #নীরবযোদ্ধা #FatherLove #UnconditionalLove #Inspiration