১৯ সেপ্টেম্বর – আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।
প্রতিবছর এই তারিখ আসলেই মনে হয় পুরো মহাবিশ্ব আমার শক্তি, ধৈর্য আর সহ্যক্ষমতা পরীক্ষা নিচ্ছে। ছোট থেকে বড়—জীবনের যত বড় বিপর্যয়, যত ব্যথা, যত দুঃখ, সব যেন এই দিনটার সঙ্গেই বাঁধা। একবার গাড়ি দুর্ঘটনা, একবার পত্রিকায় আমার বিরুদ্ধে সংবাদ ছাপানো, একবার দুবাইতে বড় অঙ্কের জরিমানা, আরেকবার গ্রেফতার—এ যেনো একটার পর একটা ঝড়। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় আঘাত ছিলো বাবাকে হারানো। সেই শোকের ভার আজও বুকে নিয়ে বেঁচে আছি, আর আশ্চর্যের বিষয়—আমার জন্মদিন এই সেপ্টেম্বরেই ২৬ তারিখ।
কখনো মনে হয়েছে ১৯ সেপ্টেম্বর আমার জীবনের কালো ছায়া, এমন এক দিন যেটা আমার সব আনন্দ, সব স্বপ্নকে ছাপিয়ে যায়। প্রতি বছর এই দিনটাকে ভয় পাই, মনে হয় নতুন কোনো দুঃস্বপ্ন অপেক্ষা করছে। কিন্তু যতবার আমি পড়ে গেছি, ততবার আমি উঠে দাঁড়িয়েছি। যতবার আমি ভেঙেছি, ততবার আমি আবার নিজেকে নতুন করে গড়েছি।
আজ আমি বুঝি—হয়তো ১৯ সেপ্টেম্বর আমাকে শাস্তি দিতে আসেনি, আমাকে তৈরি করতে এসেছে। আমাকে শিখিয়েছে মানুষ হওয়া মানেই লড়াই করা, ব্যথা সয়েও এগিয়ে যাওয়া। আমি জানি আগামী ১৯ সেপ্টেম্বর হয়তো আবার কাঁদাবে আমাকে, আবার কষ্ট দেবে—কিন্তু এবার আমি প্রস্তুত। কারণ আমি জানি আমি যতবার হারব, ততবার আমি ফিরে আসব, আরও শক্ত, আরও দৃঢ়, আরও অদম্য হয়ে।
১৯ সেপ্টেম্বর, তুমি আমার কষ্টের প্রতীক, আবার তুমি আমার শক্তিরও প্রতীক। তুমি আমাকে শিখিয়েছো—কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। আমি বাঁচব, আমি লড়ব, আর আমি জিতব। 💔🔥