আমি ভিতরে ভিতরে অনুধাবন করি যে আমার যতটা খুশি হওয়ার কথা যতটা আনন্দ পাওয়ার কথা আমি ততটা নই,,,ভিতরে আমার কিসের যেন একটা হাহাকার, একটা অপ্রাপ্তি, একটা আক্ষেপ,,,সেটা বুঝতে আমার একটু সময়ও লাগে না,,,কারন সেই আক্ষেপ, সেই অপ্রাপ্তিটা তুমি !!!আমার যেন জীবনের কাছে কিছুই চাওয়ার নেই, কিছুই পাওয়ার নেই,,,যা পাচ্ছি যেভাবে পাচ্ছি আল্লাহর কাছে কৃতজ্ঞ !!! আমার কেন যেন বেশি আনন্দ পেতে ইচ্ছে করে না কোন সুখের স্বাদ নিতে মন টানে না যা করি কেবল করতে হবে বলেই করে যাচ্ছি,,,ভিতরটায় কেমন শূন্যতা !!!মাঝে মাঝে তোমার কথা খুব মনে পরে,,,মাথায় অনেক ভাবনা ঘোরপাক খায় ,,,,ভাবি এভাবে করলে হয়তো বাবা বেচেঁ থাকতো ! আর একটু যদি যত্ন নিতাম বাবা বেচেঁ যেত, থাকতো আমাদের মাঝে !!! কত খুশি হত, কত আনন্দ করত আজকে !! আমি তোমার এত তাড়াতাড়ি চলে যাওয়ার কোন কারনই খোঁজে পাই না,,,কেন চলে গেলা তুমি বাবা,,,আমার তো তোমাকে অনেক কিছু দেখানোর বাকি ছিল, অনেক জায়গায় ঘুরার বাকি ছিল,তোমাকে নিয়ে সারা পৃথিবী ঘুরার প্ল্যান ছিল,,,আমি না কিছুই মেলাতে পারি না,,,সব সময় হিসাব বিজ্ঞানে হাইয়েস্ট মার্ক পাওয়া এই আমার যেন এই হিসাব কিছুতেই মেলে না !!!মায়ের সব ভরসা যেন আমি আর তার এমন অভিব্যক্তি যেন আমার হাতেই সব, আমি যেমন করে তার সংসারের সব সমস্যার সমাধান দেই এবারও আমিই পারব !! নিজেকে বড্ড বেশি অসহায় লাগছিল !! ওই ডায়লগটা এখনও আমাকে তাড়া করে বেড়ায়,,,,ঠিকই তো বাপ চলে গেছে,,,তাকে আর পায়নি !!! তাহলে কি আমি আমার মার কাছে অপরাধী  ???ছোটবেলায় দেখতাম কেউ মারা গেলে আত্মীয়া স্বজনেরা বিলাপ করে কাদেঁ,,,আমি বুঝতাম না ব্যাপারটা,,,কি কি যেন বলে,,,বিলাপ করার কি আছে ?? ইচ্ছাকৃত এমন করে নাকি অন্যকিছু !! বাবার মৃত্যুর খবর আমি কুমিল্লা কারগারে থেকেই শুনি, বাবা মারা যাওয়ার নয়দিন পর খবর পাই, বাবার মৃত্যুর খবর শুনে আমার যেন কি হয়েছে,,,,প্রথমে কিছুক্ষণ ঝিম মেরে গিয়েছিলাম, বুঝতেছিলাম না কি ঘটে গেছে এরপর কিছুটা সময় স্বাভাবিক ছিলাম কিন্তু পরে যেন আমার কি হল,,,,আমার কি যেন একটা কিছু চিৎকার করে বলতে ইচ্ছা করছে ভিতরে দম আটকে যাচ্ছে কিছু একটা বলতে হবে আমাকে জোরে চিৎকার করে,,,,আমি কি বলতেছিলাম নিজেও জানি না হয়ত কিছু আপ্রাসঙ্গিক কথা বাবা সম্পর্কে,,, আমি তো বাঁচাতে পারলাম না, আমাকে তুমি মাফ করে দাও” আবার কখনও বাচ্চাদের মত বলছি “আমার আব্বু আইনাহ্ দাও তুমি” আমার মা আমাকে বলছে জাকির আমি তো আব্বু আইনাহ্ দিতে পারব না, আমি যদি পারতাম তোমার আব্বুকে যেতেই দিতাম না !!” আমার সেই বিলাপে আমি আর কি কি বলেছিলাম আমার মনে নেই কিন্তু এমনই কিছু বলতে মন চাইতো যা বললে অন্তরটা ঠান্ডা হয়, ভিতরের জ্বালা কমে !!! প্রিয়জন হারালে হয়ত এমনই হয় সবার তাই বিলাপ করে !!! আজকে দশ বছর পর আমার জীবনে অনেক পরিবর্তনই এসেছে,,,শুধু বাবা নেই,,,নিজের মধ্যে অপরাধবোধ নিয়েই বলি “বাবা ভাল থেকো ওপারে !!”রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরাহ্ !!                       #foryouシpage. #trend #foryouシ #jakir Everyone Products